নিজের আগ্রহে ঢাকায় আসছেন মার্টিনেজ

ছবি- সংগৃহীত।

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসির দলকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনার খবর পৌঁছে গেছে সূদর আর্জেন্টিনাতেও। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলাররাও বাংলাদেশের মানুষদের উন্মাদনায় আপ্লুত।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি হলে নিশ্চিতভাবেই পার্শ্বনায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের সেই অবিশ্বাস্য সেভ আর টাইব্রেকার এখনও চোখে ভাসে আর্জেন্টাইন সমর্থকদের। সেই মার্টিনেজকেই এবার স্বচোখে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ৩রা জুলাই ঢাকা আসবেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। আর সেটা নিজের আগ্রহেই!

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেন মার্টিনেজের সঙ্গে। সেই সময় ঢাকাতে আসারও আগ্রহ প্রকাশ করেন মার্টিনেজ। আর সেটা কলকাতা যাওয়ার আগেই। শতদ্রুর কথা অনুযায়ী ৩রা জুলাই ঢাকা থেকে পরের দিন কলকাতায় যাবেন মার্টিনেজ। এরপর সেখানে ৪ ও ৫ই জুলাই থেকে দেশে ফিরবেন তিনি।

মে ২০, ২০২৩ at ১৮:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর