কোটচাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

ঝিনাইদের কোটচাঁদপুরে প্রাথমিক পর্যায়ে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শনিবার দুপুরে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে প্রাথমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোটচাঁদপুর মেট্রোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার।

আরো পড়ুন :
> জাতিসংঘের শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল গৃহীত হওয়ায় মতলব উত্তরে মিলাদ মাহফিল
> ফলন ও পতিত জমির ব্যবহার বৃদ্ধির প্রত্যাশা : যশোরে চারা রোপণ পদ্ধতিতে পাট চাষ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ঝিনাইদহ মেট্রোর ইনচার্জ সাকিব মোহাম্মদ আল হাসান। ফিল্ড এ্যাসোসিয়েট রাকিব উদ্দীন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দাউদ হোসেন, কোটচাঁদপুর প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মোতাছেম বিল্লাহ ছিদ্দিকী, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন প্রমুখ। মেধাবী শিক্ষার্থীদের এমন সংবর্ধনা দেওয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আগত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থী অবিভাবকরা।

মে ২০, ২০২৩ at ২০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরাউ/মেমহদ