জাতিসংঘের শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল গৃহীত হওয়ায় মতলব উত্তরে মিলাদ মাহফিল

চাঁদপুরের মতলব উত্তরে জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বদরপুর হযরত সোলাইমান শাহ (রঃ) মাজার শরীর প্রাঙ্গণে জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়ায় এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি সেটা নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল রেজুলেশনের মাধ্যমে।

আরো পড়ুন :
> গোমস্তাপুরে বিষপানে একজনের আত্মহত্যা
> গোমস্তাপুরে বিষপানে একজনের আত্মহত্যা

সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ মুন্সির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালন বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য হাজী নাছির উদ্দীন, কাজী হাবিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আ. রব, মহসিন মিয়া মানিক, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওচমান গনি শিকদার, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল মহফিল পরিচালনা করেন মাওলানা ওয়ালীউল্ল্যা।

মে ২০, ২০২৩ at ২০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/মেমহদ