নাইক্ষ্যংছড়িতে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

শুধু শহর গুলো উন্নয়ন নয় , তৃণমূল ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।এসময় তিনি আরও জানান, দেশে শুধু শহর গুলো উন্নয়ন নয় , তৃণমূল ওয়ার্ড পর্যাযে উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

শনিবার(২০ মে) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর দেন পার্বত্য মন্ত্রী।

আরো পড়ুন :
> বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির দায়িত্ব গ্রহন
> ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ,সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মে ২০, ২০২৩ at ১৮:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএকা/মেমহদ