মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা আগামী জুলাই থেকে শুরু হবে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক বলেছেন, দেশের প্রথম মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা আগামী জুলাই থেকে শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলনকক্ষে এ কথা বলেন তিনি।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা এরই মধ্যে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতির বিষয়টি অনলাইনে দিয়েছি। দ্বিতীয় অংশের অগ্রগতি ৯০ শতাংশের বেশি সম্পন্ন। কিছু ইলেকট্রিক্যাল কাজ আছে সেগুলো এখন চলছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রাসহ সব টেস্ট জুলাইয়ে শুরু হবে।

তিনি আরো বলেন, ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু আমরা আরো এগিয়ে আনার চেষ্টা করছি। মতিঝিল পর্যন্ত যদি চালু করা যায় তাহলে জনগণের সুবিধা হবে। সবগুলো স্টেশন একসঙ্গ চালু না করা গেলে, প্রথমে আমরা যেভাবে চালু করেছিলাম সেভাবে চালু করবো।

মে  ১৮, ২০২৩ at ১৬:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোরইমি/ইর