চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে ১৩ বছর পর ইউরোপ সেরা লিগের ফাইনালে উঠেছে দলটি। জয়সূচক গোলটি করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

মঙ্গলবার রাতে (১৬ মে) সান সিরোয় এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। এতে ৩-০ গোলের অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে স্থান করে নিয়েছে সিমোনে ইনজাগির দল।

এ নিয়ে ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিলো ইন্টার। সেবারই নিজেদের তৃতীয় ও সবশেষ শিরোপা জিতেছিল তারা। ইউরোপসেরা প্রতিযোগিতায় ষষ্ঠবার টাইটেল নির্ধারণী ম্যাচে নাম লেখানোর পথে দারুণ এক কীর্তি গড়েছে দলটি। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো এক মৌসুমে মিলানকে ৪বার হারালো তারা।

গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। তবে শত চেষ্টায়ও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। অবশেষে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে এগিয়ে যায় দলটি।
প্রতি-আক্রমণে রোমেলু লুকাকুর কাছ থেকে বল পান মার্টিনেজ। কিন্তু প্রথমবার শট নিতে পারেননি তিনি। পরেরবার বল ফিরে পেয়ে কাছের পোস্ট দিয়ে বুলেট গতির শটে নিশানাভেদ করেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। শেষ পর্যন্ত এতেই বিজয়ীর বেশে মাঠ ছাড়েন নেরাজ্জুরিরা।

বুধবার (১৭ মে) ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে মর্যাদার শিরোপার লড়াইয়ে নামবে ইন্টার।

মে  ১৭, ২০২৩ at ১০:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর