আয়ারল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন বেয়ারস্টো, নেই আর্চার

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন জনি বেয়ারস্টো। ছিটকে গেছেন জোফরা আর্চার। অধিনায়ক স্টোকস বোলিং করতে পারবেন কিনা নিশ্চিত নয়। আরেক পেসার জেমস অ্যান্ডারসন কবে চোটমুক্ত হবেন তা অনিশ্চিত।

ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটকিপার বেয়ারস্টো সর্বশেষ গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর গলফ খেলতে গিয়ে পা ভেঙে ছিটকে যান মাঠের বাইরে। বেয়ারস্টো ফিরে আসায় বাদ পড়েছেন বেন ফোকস। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ফোকসকে বাদ দেওয়া ছিল কঠিন একটি সিদ্ধান্ত। অ্যান্ডারসনের ফেরা অনিশ্চিত হলেও তাকে দলে রাখা হয়েছে। উল্লেখ্য, লর্ডসে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ১ জুন।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।

মে  ১৬, ২০২৩ at ২১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর