কাজিপুরে আফাজ উদ্দিন হত্যা মামলায় গ্ৰেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর

কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের মনসুর নগরে ভুট্টা ক্ষেত থেকে গত ৯ এপ্রিল সন্ধায় আফাজ উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। নিহত আফাজ উদ্দিন (হুদা সরকার) পূর্ব মাজনাবাড়ী গ্ৰামের মৃত আতর আলী মন্ডলের ছেলে।

সে গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো। এ বিষয়ে ১১ এপ্রিল থানায় হত্যা মামলা দায়ের করে তার পরিবার। মামলার পরিপ্রেক্ষিতে গত ৮ মে কাজিপুর থানা পুলিশ পশ্চিম মাজনাবাড়ীর সলিম সেখের ছেলে খোকন সেখ(৩৭), শালগ্ৰামের মৃত ছকিম উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৫), পূর্ব মাজনাবাড়ীর মোস্তফা মির্জার ছেলে শাহিন মির্জাকে (৩০) গ্ৰেফতার করে  ৯ মে আদালতে প্রেরণ করেন। গত ১৫ মে ৭ দিনের রিমান্ড আবেদন করলে, বিজ্ঞ আদালত দুই দিনের মঞ্জুর করেন।

 উল্লেখযোগ্য যে, নিহতের ভাতিজা ও মামলার বাদী আব্দুল ওয়াজেদ জানান, তার চাচা এলাকায় স্বজন, সদালাপী, ধনাঢ্য ও পর উপকারী হিসেবে পরিচিত ছিলেন।

নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে, আইনী সহায়তা চেয়েছি, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।

মে  ১৬, ২০২৩ at ১৬:২8:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/ইর