শাহজালালে ২২৬৮ পিস ইয়াবা সহ একজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র যৌথ অভিযান চালিয়ে ২২৬৮ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে।  জব্দকৃত ইয়াবার বাজার  মূল্য প্রায়  ৬ লাখ ৮০ হাজার ৪শ টাকা।
এপিবিএন পুলিশ বলছে, গ্রেফতারকৃত মাদককারবারির নাম নূর মোহাম্মদ (৩৮)। সে কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী গ্রামের মো: ইসমাইলের পুত্র।
আজ সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পাবলিক টয়লেটের সামনে থেকে অভিযুক্ত নূর মোহাম্মদকে ইয়াবা সহ আটক করা হয়।

আরো পড়ুন :
> ক্ষেতলালে চোর চক্রের ৫ সদস্য ও ২ মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার-৭
> বিপদে পড়লে বউও পালায়

 আজ দুপুরে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন  (এপিবিএন)’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান , গোপন তথ্যের ভিত্তিতে
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র যৌথ আভিযানিক দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে আজ সকাল থেকেই অবস্থান করছিল।  এসময় বেলা ১১ টার দিকে অভিযুক্ত নূর মোহাম্মদকে (৩৮) তারা বিমানবন্দরের পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে   থাকতে দেখতে পায়। এসময় তাকে  সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এপিবিএন পুলিশের এ কর্মকর্তা জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন নূর মোহাম্মদ। পরবর্তীতে তিনি নিজেই তার কাছে থাকা  ২ হাজার ২শ ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।  উদ্বারকৃত ইয়াবার দাম  ৬ লাখ ৮০ হাজার ৪শ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল এয়ারপোর্ট এপিবিএন। বর্তমানে সেই মামলায় জামিনে আছেন অভিযুক্ত নূর  মোহাম্মদ । পরবর্তীতে  জামিনে বের হয়ে তিনি আবারো ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সংক্রান্ত অন্তত আরো দুইটি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেফতারকৃত আসামী নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায়  মামলা দায়ের এবং তাকে পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

মে  ১৬, ২০২৩ at ১৬:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোরইমি/ইর