কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

ছবি- সংগৃহীত।

না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবাদপ্রতিম কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। গত বেশ কিছু দিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি।

সোমবার (৮ মে) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বেশ কিছুদিন ধরে ফুসফুস ও শ্বাসনালির সংক্রমণের কারণে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল হাসপাতালের সূত্র। তিনি ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে।

‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিনী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার তিনি।

মে  ০৮, ২০২৩ at ১৯:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর