কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ভোর ৪ টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম (৩৫) নামের ওই নারী মারা যান।

মারা যাওয়া যমুনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার মরণ মিয়ার স্ত্রী। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামালায় কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, হাজতি যমুনা বেগমকে গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। তিনি মাদকদ্রব্য আইনের একটি মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ১০৭০/২৩। এখানে আসার পর গত ৬ মে তার শারীরিক অবস্থান অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

তিনি আরও জানান, মারা যাওয়া যমুনা বেগমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মে  ০৮, ২০২৩ at ১৩:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোরইমি/ইর