চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর বিষয়টি জানা যায়। তার ফুফাতো ভাই তৌফিক বলেন, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিলো। বাসায় চিকিৎসা চলছে তার।

উল্লেখ্য, বুশরা আফরিন মেয়র আতিকুল ইসলামের মেয়ে। এই নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি হয়েছে কি না অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তবে সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।

মে  ০৫, ২০২৩ at ২০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর