পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন

ছবি- সংগৃহীত।

পটুয়াখালী ৩নং ওয়ার্ডের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাজারের অগ্রণী ব্যাংকের সামনের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

জানা যায়, সন্ধ্যা ৬টার পর স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে শতাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরো পড়ুন :
> রাতে সন্তান প্রসব সকালে এস এস সি পরিক্ষায় অংশ নিলেন মা!
> লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনে জনতা ব্যাংকের একটি শাখা ও ১০ থেকে ১২টি দোকানসহ অন্তত ২০টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া পাঁচ তলার একটি ভবন ও তিন তলার একটি ভবনে আগুন এখনো জ্বলছে। আগুনে কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মে  ০৩, ২০২৩ at ২০:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর