ফ্লাইটে সিগারেট খেলেন বিমানের কেবিন ক্রু

ছবি- সংগৃহীত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নারী কেবিন ক্রুর বিরুদ্ধে ফ্লাইট চলাকালে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ধূমপান করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ফ্লাইটের নিরাপত্তার প্রশ্নে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ঘটনাটিকে ছোটখাটো বিষয় উল্লেখ করে বলেন, “সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখভাল করছে।”

নাম প্রকাশ না করার শর্তে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একজন কর্মকর্তা জানান, অভিযুক্ত কেবিন ক্রুকে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ বিষয়ে একজন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, “কেবিন ক্রুরা যাত্রীদের ধূমপান না করতে বলেন, সেখানে একজন কেবিন ক্রুর এই ধরনের কাজ ফ্লাইট এবং যাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে।

বিমানের ফ্লাইট অপারেশনের একজন কর্মকর্তার জানান, ফ্লাইটে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ওই কেবিন ক্রু নিয়ম ভঙ্গ করেছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে গত রবিবার (৩০ এপ্রিল) মেরিয়ান অধিকারী মেরিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান।

নোটিশে বলা হয়, আপনার এমন কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্রপ্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো। অন্যথায়, বিমানের বিদ্যমান প্রবিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি সম্পর্কে মেরিয়ান অধিকারীকে ফোন করা হলে তিনি এই প্রতিবদেকের সঙ্গে তেমন কোনো কথা বলেননি।

মে  ০৩, ২০২৩ at ১১:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর