বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবকের এক বছরের কারাদণ্ড

ছবি- সংগৃহীত।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাড়ির ছাদ থেকে গাঁজা গাছসহ রনি (৩৩) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. রনি (৩৩) ওই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

আরো পড়ুন :
> ১,২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
> ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল

এ বিষয়ে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, রনি তার বাড়ির ছাদে গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। গাছটি প্রায় তিন ফুট লম্বা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম মিঞা।

মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঞা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও এলাকায় ওই বাড়ির ছাদে অভিযান চালানো হয়। এ সময় মো. রনির বাড়ির ছাদ থেকে তিন ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ করা হয়। রনিকে আটকের পর তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাও পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মে  ০২, ২০২৩ at ২১:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর