ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল

ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মে মঙ্গলবার দুপুরে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনালের সেটেলমেন্ট অফিসার উপসচিব মো. আশরাফ হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম।

আরো পড়ুন :
> ঘোড়াঘাটে কিশোরকে মারধরে, অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
> রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

অন্যান্যদের মধ্যে আমিনবাজার ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি), ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম খানসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জমি মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় ভূমি জরিপে জমির মালিকানা নিয়ে জমি মালিকদের ভোগান্তি ও অভিযোগ এবং এর সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা।

এছাড়া দ্রুত কিভাবে ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থা উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা ও সেবা গৃহীতাদের পরামর্শ দেওয়া হয়।

মে  ০২, ২০২৩ at ২০:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/ইর