ভূঞাপুর সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সহকারীদের দৌরাত্ম্য

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সহকারীদের দৌরাত্মে অতিষ্ঠ লাইসেন্স ধারী দলিল লেখকরা। একাধিক দলিল লেখক জানান আমাদের অনুপস্থিতিতে নিজেরাই স্বাক্ষর জাল করে দলিল সম্পাদনা করে থাকে। গেল বৃহস্পতিবার লেখক তারা মিয়ার সহকারী আবুল কালাম প্রধান তার স্বাক্ষর জাল করে উপজেলার আকালু মৌজার একটি দলিল সম্পাদনা করে। দলিল দাতা নুরুল ইসলাম গ্রহিতা শাহ আলম। তারা মিয়া অসুস্থ জনিত কারনে বেশ কিছুদিন যাবৎ দলিল লিখন থেকে বিরত আছেন। এই সুবাধে তার স্বাক্ষর জাল করে মাঝে মাঝেই এমন কাজ করেছেন বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা দলিল লেখক সমিতির বর্তমান আহবায়ক আব্দুল লতিফ মিন্টু জানান দলিল লেখক অফিসে উপস্থিত ছাড়া দলিল সম্পাদনা করার বিধান নাই, সহকারীরা দীর্ঘ দিন কাছে থাকতে থাকতে অনেকেই লেখকদের স্বাক্ষর রপ্ত করে ফেলে। কোনো কারনে অনুপস্থিত থাকলে এই ফাঁকে দলিল সম্পাদনার কাজ চালিয়ে নেয়। উপজেলা সাবরেজিস্টার অঞ্জনা রানী দেবনাথ জানান, স্ট্যাম্পে দাতা ও লেখক স্বাক্ষর করার পর তিন মাস পর্যন্ত দলিলটি সম্পাদনা করার মেয়াদ থাকে সেক্ষত্রে লেখক উপস্থিত না থাকলেও সম্পাদনা করা যায়।

মে  ০২, ২০২৩ at ১৯:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাহামা/ইর