যবিপ্রবির টিএসসি’র দায়িত্ব পেলেন ড. মিজানুর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিএসসি’র পরিচালকের দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান। বর্তমানে তিনি যবিপ্রবির  জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি  (জিইবিটি) বিভাগে কর্মরত
রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।উপাচার্যের নির্দেশ ক্রমে তাকেঁ এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরো পড়ুন :
> কেশবপুরে সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত
> মহান মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিএসসির “পরিচালক” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

মে  ০১, ২০২৩ at ২০:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর