বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে বোরকা পরে এসে জামাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার নোয়াগাঁও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

আরো পড়ুন :
> আজ মহান মে দিবস
> নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

নিহতের স্ত্রী পপি আক্তার জানান, আমার স্বামী বালুর ব্যবসা করে এবং তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। এশার নামাজের সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানা ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, নিহত জামাল হোসেনের বাড়ি তিতাস উপজেলা। তিনি দাউদকান্দির গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রোববার রাত ৮টার দিকে মহিলাদের বোরকা পরে তিনজন দুর্বৃত্ত রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে।
মে  ০১, ২০২৩ at ১১:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর