পাইকগাছায় ৪ চোর গ্রেফতার

পাইকগাছায় ৪ চোরকে গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চোরাই মালামাল উদ্ধার।গত রোববার রাতে উপজেলার দাইপুর রাধাকৃষ্ঞ মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে জলের মোটর, মাঠের পাশে চায়ের দোকান ও গোপালপৃর গ্রামের সহিদের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মটবাটি গ্রামের সাত্তার সরদারের ছেলে আল-আমীন সরদার কে (২৬) গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে অনিল মন্ডলের ছেলে অলোক মন্ডল (৩৫), আব্দুল গাজীর ছেলে মফিজুল গাজী (৩০) গোপালপুর গ্রামের কামরুল সরদারের ছেলে সাকিব সরদার (২০) কে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন :
> টুঙ্গপিাড়ায় আসছনে নব নর্বিাচতি রাষ্ট্রপতি
> ভূঞাপুরে উদ্বোধনের আগেই খসে পড়ছে স্টেডিয়ামের দেয়াল

তাদের নিকট থেকে চুরি হওয়া পানির মোটর উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, চুরি হওয়া মালামাল উদ্ধার সহ ৪ চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিতের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এপ্রিল ২৫, ২০২৩ at ২০:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/সুরা