জানা গেল আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সের পার্থক্য

ছবি- সংগৃহীত।

সাধারণত যখন আইফোনের নতুন কোনো সিরিজ বাজারে আসে তখন প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে পার্থক্য করতে খুব বেশি অসুবিধা হতো না। কারণ, স্রেফ আকারের পার্থক্য থেকেই চেনা যেন। কিন্তু আইফোন ১৫ সিরিজে কেবল আকার নয় আরও কিছু বিষয়েও পার্থক্য রাখতে যাচ্ছে অ্যাপল।

সম্প্রতি অ্যাপলের অভ্যন্তরীণ একটি সূত্র বিষয়টি ফাঁস করেছে। ক্রিয়েটিভ ব্লক নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক নিবন্ধ থেকে এ তথ্য জানা গেছে। গুজব রয়েছে যে, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে সাবজেক্ট বা বিষয়বস্তুকে ৫ থেকে ৬ গুণ বড় করে ছবি তোলার সুযোগ থাকছে।

জুম করে ছবি তোলা হলেও ছবির গুণগত মানে কোনো পরিবর্তন আসবে না। আর এটিই হতে যাচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্সের বিশেষত্ব। বিপরীতে আইফোন ১৫ প্রোতে এই সুবিধা থাকছে না।

আরো পড়ুন :
> বুবলীর ভিডিও ভাইরাল ১ মিনিট ৩৭ সেকেন্ডের
> ঝিনাইদহে ঈদে ঘুরতে গিয়ে বাড়ী ফিরা হলো না যুবকের।

আইফোন ১৫ এর যেকোনো একটি মডেলে পেরিস্কোপ লেন্স থাকবে এবং সেই লেন্সের সাহায্যে বিষয়বস্তুকে অন্তত ১০ গুণ জুম করে ছবি তোলা যাবে। পরে আরেক অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন যে, আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই সুবিধা থাকবে।

এপ্রিল ২৩, ২০২৩ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা