দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ছবি- সংগৃহীত।

দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার এবং অন্যান্য এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নৌবন্দরসমূহকে যথাক্রমে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আব্হাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন :
> মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
> ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

এপ্রিল ২৩, ২০২৩ at ১৮:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/সুরা