তাহিরপুরে সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করলো শতাধিক মানুষ

মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সাথে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৬টি গ্রামের শতাধিক পরিবার ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন করেছেন। শুক্রবার (২১এপ্রিল) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়ছড়া, চাঁনপুর, পুরানঘাট, আমতৈল, রজনীলাইন, মাহারাম গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদের নামাজ আদায় করে।

জানাগেছে, সৌদি আরবের সাথে মিল রেখে গত মাসের (২২ মার্চ) দিন গত রাতে রোজা রাখার জন্য সেহরি খেয়েছেন ওই গ্রাম গুলোর মানুষজন। রোজা রাখা শেষে এসব পরিবার পবিত্র ঈদুল ফিতরও উদযাপন করে থাকেন প্রতি বছর। তবে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মিল রেখে (ঈদুল আজহা) পালন করেন তারা।

আরো পড়ুন :
>> পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মো. সোলাইমান চৌধুরী (মাহবুব)
>> মেহেরপুরে একজনকে কুপিয়ে হত্যা

উপজেলার আমতৈল গ্রামের একাদিক বাসিন্দা জানান, চঠ্রগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী রয়েছে এই গ্রাম গুলোতে। তাদের পূর্ব পুরুষগণ ওই দরবার শরীফের মুরিদ ছিলেন। তাই সেখান কারদিক-নির্দেশনা অনুযায়ী আমরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করি।

এপ্রিল ২১, ২০২৩ at ১৫:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/শাস