লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত; ট্রেন চলাচলে বিঘ্ন

ট্রেনের লাইন বেকে গিয়ে লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে যাওয়া ও আসা সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাট কমিটার-৩ যাত্রীবাহী ট্রেনের একটি বগি মহেন্দ্রনগর রেল স্টেশন থেকে ২০০ গজ উত্তরে লাইনচ্যুত হয়ে পরে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের দরজা ও কয়েকটি যাত্রীবাহী সিট হালকা ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট অভিমুখে আসা পদ্মরাগ ও করতোয়া নামে দুটি ট্রেন কাউনিয়া ও তিস্তায় অবস্থান করছে এবং লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়ার একটি ট্রেনও আটকা পরেছে।

আরো পড়ুন :
> স্বপ্নের আলো ফাউন্ডেশন’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
> ঝিনাইদহে ৫ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লালমনিরহাট রেল স্টেশন সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, আজ দুপুর ১ টার পরে কমিউটার-৩ ট্রেনের শেষের বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে উদ্বার কাজ চলমান রয়েছে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল সচল হবে।

লালমনিরহাট রেল স্টেশন মাস্টার নুরুন্নবী সরকার ট্রেন লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উদ্বারকারী রিলিফ ট্রেন পৌঁছে গেছে। উদ্ধারকাজ চলমান। খুব দ্রত সময়ে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এপ্রিল ২০, ২০২৩ at ১৯:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাআখে/মোমহ