আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের বাঘারপাড়ায় মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (পিইডিপি-৪) আওতাধীন যশোর জেলার বাঘারপাড়ায় মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বাস্তবায়ন সহায়ক সংস্থা দিশা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিন ব্যাপি এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে যশোরের বাঘারপাড়ায় মাসিক শিক্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানার সভাপতিত্বে এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান । উক্ত শিক্ষক সমন্বয় সভায় বাঘারপাড়া উপজেলার ৭০ জন শিক্ষক ও ৪ জন সুপাভাইজার উপস্থিত থেকে নিজেদের কাজের মুল্যয়ন তুলে ধরেন । এসময় শিক্ষকগণ ছাত্রদের উপবৃত্তি এবং পাঠ্য পুস্তকের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে আক্ষেপ করেন ।

আরো পড়ুন :
> যশোরে ঈদ উপহার সামগ্রি বিতরণ শ্রমিক লীগের
> উত্তরা থেকে শিশু অপহরণকারী গ্রেপ্তার

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বাস্তবায়ন সহায়ক সংস্থা দিশা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক স্থপতি মো. আরাফাত হোসেন, জেলা মনিটরিং অফিসার মো. আমিনুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, শাহফুর বকতিয়ার প্রমুখ।
সভায় প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের মাধ্যমে শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের পরবর্তি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি গোটা দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম, পিইডিপি-৪ কর্মসূচির কার্যকর প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।

শিক্ষক উল্লেখ্য, গোটা দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম, পিইডিপি-৪ কর্মসূচি গ্রহণ করেন । এ কর্মসূচি‘র যশোরের লিড এনজিও দিশা সমাজ কল্যাণ সংস্থা।

এপ্রিল ১৮, ২০২৩ at ২০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ ইর