উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোহেল রানা (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ টারিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে ।

সোহেল রানা উপজেলার ভবেশ টারিরপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে । পার্শ্ববর্তী রৌমারী উপজেলার টাপুরচর হাফেজিয়া মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী ছিল সে ।

আরো পড়ুন :
> বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে প্রতিপক্ষের মারপিটে আহত-৪
> গোপালগঞ্জে গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

সোহেল রানার দুলাভাই আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার রাত থেকে সোহেল অসুস্থ ছিল। কী কারণে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা আমরা জানি না । আজ বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ডায়রিয়া আক্রান্ত ওই কিশোরের মৃত্যু হয়েছে ।

হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু ।

এপ্রিল ১৮, ২০২৩ at ১৯:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নদা/ ইর