বেড়ায় মুজিবনগর দিবস পালিত

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সাড়া দেশের ন্যায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি রিজু তামান্না, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ,উপজেলা প.প কর্মকর্তা ডা: ফাতেমা তুর্য জান্নাত, ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, বেড়া থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম ।

আরো পড়ুন :
> নিজাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতারে শিশুরা মাটিতে আর চেয়ারে অতিথিরা
> ভূঞাপুরে কলেজে নিয়োগ ছাড়াই বেতন তুলছেন লাইব্রেরিয়ান

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই  ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এদিন গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা পত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়া তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকার প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মুনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী নিযুক্ত হন।

এপ্রিল ১৭, ২০২৩ at ১৬:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হারহা/ ইর