যশোরে প্রবাসীর খুন ঘটনায় স্ত্রীর কথিত সেই প্রেমিক ফারাবি আটক

ছবি- সংগৃহীত।

যশোরে হালসার প্রবাসী সোহেল রানা (৩৫) খুনের প্রধান আসামি স্ত্রীর সাবেক প্রেমিক ফারাবিকে আটক করেছে পুলিশ ।পুলিশের কাছে সে হত্যার কারণ সম্পর্কে তথ্য দিয়েছে । এদিকে হত্যাকান্ডে সম্পৃক্ত থাকা ও হত্যা মিশনে অংশ নেয়ার তথ্যে এর আগে সোহেল রানার ভাইপো জিয়াদুল ইসলাম ওরফে জিসান ও স্ত্রী খুশি মিমকে আটক করে গোয়েন্দা পুলিশ ।

আরো পড়ুন :
> বিরামপুরে সড়ক দূর্ঘটনায় দুই চালক নিহত, আহত ১২
> দূষিত শহরের তালিকায় ৪র্থ ঢাকা

দীর্ঘদিন বিদেশে থাকার সময়ে খুশি  মিমের সঙ্গে তার বাবার বাড়ি এলাকা আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারাবি সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন । দীর্ঘদিনের এই প্রেমের মেলামেশায় বাধা হয়ে দাঁড়ায় প্রবাসী ফেরত স্বামী সোহেল । তাই সোহেলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাতে হত্যার ষড়যন্ত্র করে খুশি মিম (২৮) ও তার প্রেমিক ফারাবী ।

সেই পরিকল্পনার অংশ হিসাবে গত (১২ এপ্রিল ) বুধবার বিকালে মিম (২৮) সোহেলকে তার বাবার বাড়িতে আসতে বলে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যাওয়া পথিমধ্যে কামারবাড়ি নামক স্থানে পৌঁছালে মিমের প্রেমিক ফারাবী (২০) তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করে ।

এপ্রিল ১৬, ২০২৩ at ১৩:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/সুরা