নজরদারি বাড়ানোর পরামর্শ মার্কেটগুলোতে প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতা কিংবা ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন । তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে । অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না, তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে । আওয়ামী লীগের সারা দেশের জেলা শাখার নেতাকর্মীরা গতকাল গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন ।

আরো পড়ুন :
> পাঁচবিবিতে রের্কড পরিমাণ ভূট্টার চাষ
> ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে । সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে ।

সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না । কোন প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে । সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে । সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে ।

সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না । কোন প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

এপ্রিল ১৫, ২০২৩ at ১৩:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/সুরা