চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ।
শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

আরো পড়ুন :
> নতুন পানির সংযোগের নামে সিপিপির রাস্তা কাটার মহোৎস
> চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় । মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর স্টেশন বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয় । এতে শিশু, কিশোর, তরুণ-তরুণীরাসহ অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোষাক পরিধান, নাচ-গান, হৈ-হুল্লোড় তৈরী হয় অন্য রকুম আমেজ ।  মঙ্গল শোভাযাত্রায় বাংলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র উঠে এসেছে ।   পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এপ্রিল ১৪, ২০২৩ at ১৬:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/মেইস/ ইর