আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের যশোরে মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ( পিইডিপি-৪ ) আওতাধীন যশোরে মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বাস্তবায়ন সহায়ক সংস্থা দিশা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিজ্ঞান ভবনে সোমবার দিন ব্যাপি এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।

আরো পড়ুন :
> স্বপ্নের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজাপুরে ইফতার সামগ্রী বিতরণ
> ব্রীজ নির্মাণে দূর্ভোগ কাটবে চিলমারীতে কয়েক হাজার মানুষের

দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানার সভাপতিত্বে এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  ( শিক্ষা ও আইসিটি ) মোছা. খালেদা খাতুন রেখা ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার গোটা দেশের ঝরে পড়া শিশু – কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম, পিইডিপি-৪ কর্মসূচি গ্রহণ করেছে। যা সঠিকভাবে কার্যকরী হলে শতভাগ শিক্ষিতের দেশে হবে আমাদের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান । এসময় আরো উপস্থিত ছিলেন – বাস্তবায়ন সহায়ক সংস্থা দিশা সমাজ কল্যাণ সংস্থার প্রোগ্রাম হেড যশোর সরকারী এম এম কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মোহম্মদ রফি উদ্দিন, জেলা মনিটরিং অফিসার মো. আমিনুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, শাহফুর বকতিয়ার প্রমুখ ।

উক্ত শিক্ষক সমন্বয় সভায় যশোর পৌরসভার ৬১ জন শিক্ষক উপস্থিত থেকে নিজেদের কাজের মুল্যয়ন তুলে ধরেন । একই সময়ে এ প্রকল্পে কাজের মুল্যায়ন ধারাবাহিকে শিক্ষকদের মধ্যে শ্রেষ্টত্ব অর্জনকারী সুমা খাতুন, মো. ফিরোজ আহম্মেদ ও জেসমিন আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয় । এ সময়ে শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের পরবর্তি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয় ।

উল্লেখ্য, গোটা দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ – আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম , পিইডিপি – ৪ কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচি‘র যশোরের লিড এনজিও দিশা সমাজ কল্যাণ সংস্থা ।

এপ্রিল ১০, ২০২৩ at ১৭:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ্র/ ইর