শিবগঞ্জে অনুষ্ঠিত হলো সিআইজি কংগ্রেজ

২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ (এনএটিপি-২ ) এর আওতায় কৃষাণ ও কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে ১৫০জন কৃষাণ কৃষাণীদের নিয়ে এ কংগ্রেস অনুষ্ঠিত হয় ।

আরো পড়ুন :
> অভয়নগরে বোরো ধানে ব্লাস্টরোগ হতাশায় কৃষক
নাইজেরিয়ায় পৃথক বন্দুকহামলা নিহত ৭৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) মোছা. সারমিন আক্তার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোহাইমিনুল রশিদ । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছা. মোসলেমা খাতুন , কৃষি সম্প্রসারণ অফিসার শায়লা আফরোজ সেতু , রুহিদ হাসান সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার তহসিন আলী , কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আজমল হোসেন , এসএও পলাশ কুমার প্রমূখ ।

এপ্রিল ০৯, ২০২৩ at ১৫:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/রইর/ ইর