ময়মনসিংহে নতুনধারার রাজনীতি গতিশীল হচ্ছে মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন , বরিশাল – চট্টগ্রাম – রাজশাহী – সিলেট – রংপুর – খুলনা – ঢাকা বিভাগসহ সারাদেশের ৪৪ জেলা ও ১০৪ উপজেলার মত ময়মনসিংহেও নতুনধারার রাজনীতি গতিশীল হচ্ছে । কেননা , মানুষ সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিকদের চায় , তারা রাজনীতির নামে মানবতাবিরোধী – দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনতে বা রাখতে চায় না ।
আরো পড়ুন :
>বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
>শিবগঞ্জে ঈদ উপহার পেলেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার

ময়মনসিংহ মহানগরের আলোচনা ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ময়মনসিংহের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালীতে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মহানগর সমন্বয়ক একে রহমতুল্লাহ। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা , মো. হাবিবুর রহমান প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতিবানদের রাজনৈতিক ঐক্যবদ্ধতা তৈরি হলে লোভি – লম্পট – টাউট – বাটপার – তথাকথিত ভিপি – পিএইচডি হোল্ডার আর পরিবারতন্ত্রের অথর্ব ব্যক্তিদের প্রতারণার রাজনীতির কষাঘাত থেকে মুক্ত হবে বাংলাদেশ । বাস্তবতা এই যে , ছাত্র যুব – জনতা তাদের সাংবিধানিক সকল সুবিধা আদায়ের জন্য নতুনধারার রাজনীতিতে যুক্ত হলে দ্রব্যমূল্য বৃদ্ধি – দুর্নীতিরোধ হবে বাংলাদেশে , যা খুবই প্রয়োজন ।

এপ্রিল ০৮, ২০২৩ at ২০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/সানূ/ ইর