চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১

ছবি- সংগৃহীত।

বন্দরনগরী চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন মাটির নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর গণমাধ্যমকে বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক বলেন, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আলো কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আরো পড়ুন :
> রূপগঞ্জ ইউনিয়নের দুই‌টি সড়ক উন্নয়ন কা‌জের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন
> পাইকগাছায় ঈদে খাদ্য সহায়তা পাবে ২১৫৪৪ অতি দরিদ্র পরিবার

মৃত্যুর ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।

স্থানীয়রা জানান, বৃষ্টি না হলেও পাহাড় কাটার কারণে এই ধসের ঘটনা একের পর এক ঘটছে।

এপ্রিল ০৭, ২০২৩ at ২১:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা