চৌগাছা টু পুড়াপাড়া সড়কের আন্দারকোটায়, কালভার্ট ধসে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ

যশোরের চৌগাছা উপজেলার আন্দারকোটায় কালভার্ট ধসে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ। পুড়াপাড়া টু চৌগাছা সড়কের আন্দারকোটা মুচিপুকুর নামক স্থানে বহু পুরনো একটা কালভার্ট রয়েছে। বেশ কয়েক দিন হলো সেটি ধসে পড়েছে।ফলে জনসাধারণের যাতায়াতের দূর্ভোগ বেড়েছে।

ইতি মধ্যে এই কালভার্টের খাদে পড়ে অনেকে মারাত্মক ভাবে আহত হয়েছেন বলে জানা গেছে ।ব্যস্ততম সড়কের এই কালভার্ট দ্রুত সংস্করণ জরুরী বলে মনে করছেন এলাকাবাসী।

উপজেলার কুলিয়া, খড়িঞ্চা, দেবলয়, সাঞ্চডাঙ্গা, চাঁদপাড়া, বর্নী, রামকৃষ্ণপুর, আন্দুলিয়া, আড়শিংড়ী, মাকাপুর, বল্লভপুর, নাইড়া, গয়ড়া, হিজলী, কমলাপুর, মাধবপুর, পুকুরিয়া, পুড়াপাড়া, দেবলয়, মাধবপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চৌগাছা বাজারে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করেন।

আরো পড়ুন :
> সংসদে ভাষণ দিতে গিয়ে তোফায়েল অসুস্থ
> চৌগাছায় সাংবাদিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এই রাস্তা দিয়ে ছোট বড় সব ধরনের যানবাহন চলে। ফলে কালভার্টটি ধসে পড়ায় মানুষ বিপাকে পড়েছেন।এলাকার মানুষ গুরুত্বপূর্ণ সড়কের কালভার্টটি দ্রুত সরস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এপ্রিল ০৭, ২০২৩ at ২০:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/সুরা