বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

ওসি আবদুল মান্নান জানান, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।

অপরদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা একই এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জের ধরেই আজকের ঘটনটি ঘটলো।

এপ্রিল ০৭, ২০২৩ at ১৬:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/সুরা