তাড়াইলে মহা অষ্টমীতে স্নান করতে গিয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

র্নক চক্রবর্তী (১২) নামে একটি কিশোর পানিতে ডুবে মৃত্যু বরণ করে।

জানা যায়, তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের নরসুন্ধা নদীতে আজ ২৯ মার্চ (বুধবার) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় অর্নক চক্রবর্তী (১২) নামে একটি কিশোর পানিতে ডুবে মৃত্যু বরণ করে। সাঁতার না জানার কারণে এ মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে তাড়াইল থানা পুলিশ।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের চন্দন চক্রবর্তী ছেলে অর্নক চক্রবর্তী (১২) অন্যান্যদের সাথে স্নান করতে উপজেলার সদর ইউনিয়নের নরসুন্ধা নদীতে যায়। হঠাৎ করে এই ছেলের কোন খোজখবর না পাওয়া বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে তার পরিবারের লোকজন।

আরো পড়ুন :
>> দুপুরের মধ্যে ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস
>> বাখমুতের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ বাহিনী

এক-দেড় ঘন্টা খোঁজাখুজির পর তারা নিশ্চিত হয় যে ছেলেটি পানিতে ডুবে গেছে। থানায় খবর আসলে ঘটনাস্থলে পুলিশ ও তাড়াইল উপজেলার ফায়ারসার্ভিস উদ্ধারকাজে অংশ গ্রহণ করে। পরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে দুইজন ডুবুরি এসে দুপুর ২.৪৫ ঘটিকায় শিশুটির লাম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনী পক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্চ ৩০, ২০২৩ at ১৩:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশই/শাস