মদনে ৭০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

নেত্রকোনার মদনে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবহনকালে ৭০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা শাহরীন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, বুধবার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাইটাল বাজার হতে মদন থানা পুলিশের সহয়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে ৭০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়ছে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

আরো পড়ুন :
> তিন ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ একই ইন্টারনেট প্যাকেজে
> সীমান্তবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা শাহরীন’র উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

মার্চ ২৯, ২০২৩ at ১৬:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/সুরা