দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

ছবি- সংগৃহীত।

বিগত পাঁচ বছরে শ্রমবাজারের সূচকগুলোতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। ২০২২ সালে বেকারত্বের হারের সূচক কমেছে।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২- এ চিত্র উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস।

শ্রমশক্তিতে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশগ্রহণের হারে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে এবং কর্মে নিয়োজিত বিশেষ করে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে। যুব জনগোষ্ঠীর শ্রমবাজারে অংশগ্রহণ বেড়েছে। কৃষি ও সেবা সেক্টরে কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে। বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার।

শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, গড় বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩ দশমিক ৫৬ শতাংশ এবং নারী ৩ দশমিক ৬৩ শতাংশ।

আরো পড়ুন :
> এক যুগ পর নিখোঁজ কাঞ্চন বাবা মাকে কাছে পেয়ে অঝোরে কাঁদছে
> আলোকিত নারী সম্মাননা পদকে ভূষিত হলেন ঝিনাইদহের ডা. শামীমা সুলতানা

এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পান না। বেকারত্বের এ হিসেব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়।

মার্চ ২৯, ২০২৩ at ১৬:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢাপো/সুরা