স্বাবলম্বী স্কুলের সাবেক তিন মেধাবী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট ট্যাব

নেত্রকোনার মদনে সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়েছিল।

রবিবার (২৬ মার্চ) মদন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে ১৬টি স্কুলে ৬ জন করে মোট ৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল বারী।

এতে চাঁহাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির উপহার প্রাপ্ত তিন মেধাবী শিক্ষার্থী প্রেমা আক্তার, রাজু রায়হান ও তৃশা আক্তার স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) কর্তৃক পরিচালিত শাহপুরপুর্ব উপ- আনুষ্টানিক প্রাথমিক বিদ্যালয়, স্বাবলম্বী স্কুল হতে ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে মেধার সাথে কৃতকার্য হয়েছিল।

আরো পড়ুন :
> ভোলায় আগুনে তিন দোকান পুড়ে ভস্মিভূত
> আমরা অনেকের চেয়ে ভালো আছি: ওবায়দুল কাদের

আজ (২৯ মার্চ) বুধবার উক্ত স্কুল কর্তৃক এই মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক সভার মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের উৎসাহীত করার লক্ষে সংবর্ধনা প্রধান করা হয়। এ সময় প্রকল্প পরিদর্শক আব্দুল আওয়াল, শিক্ষিকা হারুনা আক্তারসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মার্চ ২৯, ২০২৩ at ১৪:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/সুরা