ঝিনাইদহের বর্ষীয়ান রাজনীতিবিদ নুর-ই আলম সিদ্দিকীর মৃত্যু

ঝিনাইদহের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি’র বাবা নূর-ই আলম সিদ্দিকী বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর। মরহুমের আত্মার মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ বাসী।

আরো পড়ুন :
> সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বেড়ে ১৩
> শুক্রবার শক্তিশালী ঝড়ে যে ১৬ জেলায় ক্ষতির শঙ্কা

পরিবার সুত্রে জানা গেছে, মরহুমের মৃতদেহ বুধবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ তার নিজ বাড়িতে আনা হবে। পরে বাদ যহর ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়ে, কেন্দ্রীয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

মার্চ ২৯, ২০২৩ at ১১:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/সুরা