যশোরের চৌগাছায় প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে যশোর সড়ক সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত জিল্লাল হোসেন।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ওয়ালিয়ুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাব নেতা মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শেখ মাফিজুল ইসলাম, সাংবাদিক খালেদুর রহমান, শওকত আলী।
খলিলুর রহমান জুয়েল, আব্দুস সাত্তার কিনে, আলমগীর কবির, এবি সিদ্দিক মন্টু, কবিরুল ইসলাম, টিপু সুলতান, মহিদুল ইসলাম, এহসান জামিল, রফি উদ্দীন, রেজাউল করিম সাগর, মাহবুবুর রহমান সুজন, জাহিদ হাসান সোহান, পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান, কবি শাহীন মাহবুব, আবু রাসেল, আসাদুজ্জামান, ফারুখ হোসেন, আবুজার হুসাইন প্রমূখ।
আরো পড়ুন :
> ঝিকরগাছায় স্কুলছাত্রীর আত্মহত্যা ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ
> পাইকগাছায় নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ রমজান আলী। এ সময় প্রয়াত সাংবাদিক রেজাউল ইসলাম, অসুস্থ্য পত্রিকা পরিবেশক শফিউদ্দীনসহ সকলের সুস্থ্যতা কামনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
মার্চ ২৮, ২০২৩ at ২০:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/সুরা