সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ৮ জন

ছবি- সংগৃহীত।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি। সৌদির বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির আল এখবারিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে ঘটা এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন।

সৌদির বেসরকারি ওকাজ পত্রিকার খবরে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

আরো পড়ুন :
> কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৮
> রাজাপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মার্চ ২৮, ২০২৩ at ২১:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা