আজকের আলোচিত ৫ খবর

জনপ্রিয় নিউজ পোর্টাল দেশ দর্পণের অনলাইন সংস্করণ থেকে সোমবার (২৭ মার্চ) প্রকাশিত সংবাদগুলোর মধ্যে ৫টি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো:

আলোচিত আজকের ৫ খবর

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়ল

চলতি বছর হজে যেতে নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে।

রাজধানীর কাঁটাবনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার শেলটেক কম্পিউটার সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিকে ৯ তলা ভবনটির পাঁচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আবহাওয়া নিয়ে কী বলছে অফিস

দেশের নয় জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

প্রযোজকের নামে শাকিব খানের মামলা, তদন্তে পিবিআই

প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

সাকিব আল হাসান – একটি অনুপ্রেরণার নাম

ক্রিকেট দুনিয়ায় সাকিব আল হাসানের এক নামেই পরিচিত। সানাথ জয়সুরিয়া ও শহীদ আফ্রিদি’র মত রেকর্ড বইয়ে লিখিয়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটে ৭০০০ রান করে নিজের দক্ষতা ও প্রতিভার অনন্য পরিচয় দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার ওপর, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে “বাংলাওয়াশ” তো রয়েছেই। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতি নিরলস মনোযোগের ফল হিসেবেই শুরু হয়েছে সাকিবের সাফল্যের পথে অগ্রযাত্রা।

মার্চ ২৭, ২০২৩ at ২২:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুরা