ঝিনাইদহের কোটচাঁদপুরে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
আরো পড়ুন :
> মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন
> কাজিপুরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত ৫
থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,পেওর আ.লীগের সভাপতি কাজি আলমগীর সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মার্চ ২৭, ২০২৩ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরা/সুরা