কোটচাঁদপুরে অসহায় মানুষের হাতে ঐচ্ছিক তহবিলের চেক তুলে দিলেন এমপি চঞ্চল

ঝিনাইদহের কোটচাঁদপুরে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের এই চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।

আরো পড়ুন :
> মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন
> কাজিপুরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত ৫

থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,পেওর আ.লীগের সভাপতি কাজি আলমগীর সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মার্চ ২৭, ২০২৩ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরা/সুরা