কাজিপুরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত ৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলায় ওয়াবধা বাঁধে গত ২৬ মার্চ দুপুর দুইটায় জয় বাঁধ থেকে বাঐখোলা বাঁধ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজে কর্মরত শ্রমিক লিটন মিয়াকে (৩৫) বেধড়ক মারপিট করে এবং আত্মচিৎকারে তার স্ত্রী এগিয়ে এলে, তাকেও উপোর্যপরী আক্রমণ করে গুরুত্বর আহত করে। তারা কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

কাজিপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গান্ধাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শরিফুল ইসলাম সবুজের নির্দেশে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজে কর্মরত ছিল লিটন মিয়া। তার পিতা ফরিদুল ইসলাম (৫০) থানায় গিয়ে নিম্নোক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বিবাদী (১) আ. আজিজ (৬২) পিতা মৃত আ. রহমান (২) সারোয়ার হোসেন (৪৮) পিতা মৃত সোহরাব (৩) সাইফুল (৫৫) পিতা মৃত আহাদ (৪) সেলিম (৪৫) পিতা মৃত মোজাহার (৫) মতিয়ার (৫৫) পিতা মৃত মালদার শেখ (৬) জালাল মন্ডল (৬০) পিতা মৃত বেলায়েত (৭) রব্বানি (৩৫) পিতা হাবিবুর রহমান (৮) ইমন (২২) পিতা জাহাঙ্গীর আলম (৯) শাহাবুদ্দিন (৩০) পিতা মৃত শহিদুল থানা সূত্রে জানা যায়, অভিযোগটি ১৪৩/৩২৩/৩২৬/৩৮৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনার রেশ না কাটতেই ২৭ মার্চ সকালে বাঐখোলা বাজারে সংঘবদ্ধ চক্র আবার হামলা চালিয়ে আহত করে সবুজ মেম্বারকে ও তার ভাই মিলনকে এবং তার পিতা আঃ ছাত্তারকে, প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে , কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

আরো পড়ুন :
> স্বাধীনতা দিবসে দুই লাখ ভোটারকে ভয়েস কল আ. লীগ নেতা মোস্তফা আশীষের
> ঝিকরগাছায় টিসিবির পন্য ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের উপর হামলার অভিযোগ

এই ব্যাপারে আহত সবুজ মেম্বার প্রতিবেদককে জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে, প্রিয় নেতা সাংসদ তানভীর শাকিল জয় ভাইয়ের নির্দেশে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু করি, যারা হামলা চালিয়েছে, তারা সংঘবদ্ধ অবৈধ বালু ব্যবসায়ী। রাস্তাটি হলে, বালুর ব্যবসা করতে পারবে না বিধায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করে, কাউকে পাওয়া যায়নি।

মার্চ ২৭, ২০২৩ at ২০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/সুরা