যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নে টিসিবির পন্য ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ট বিচার না হওয়া পর্যন্ত নাভারন ইউনিয়ন পরিষদ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছে বর্তমান পরিষদ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২৫ মার্চ বিকাল ৩টার দিকে বেআইনী ভাবে কার্ড ব্যতীত টিসিবির পণ্য জোর পূর্বক ছিনিয়ে নেয়ার জন্য নাভারন বেলেমাঠের সোহরাব ড্রাইভারের ছেলে আমিন (৩২), মৃত মোসলেমের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮), বাদে নাভারনের মৃত ইউনুস আলীর ছেলে বিল্লাল (৩৫)।
নাভারনের মতলেব আলীর ছেলে মফিজুর রহমান বাবু (২৫), নজরুল ইসলাম নজুর ছেলে সাগর (২৪), মৃত জব্বারের ছেলে মুকুল (২৬), কোলনিপাড়ার রবিউল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুজন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনের একদল দূর্বৃত্ব হাতে লোহার হাতুড়ি, রড নিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে প্রবেশ করে। এসময় দায়িত্বরত গ্রাম পুলিশরা তাদের বাধাদিলে ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামের সামনে এলাপাতাড়ী মারপিট শুরু করে।
আরো পড়ুন :
>ঝিকরগাছায় স্কুলছাত্রীসহ ২জনের আত্মহত্যা
>বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ
এসময় উল্লেখিত দূর্বৃত্তদের হাতে মারাত্বক ভাবে আহত হয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোহরাব হোসেন, মুজিবর রহমান, গ্রাম পুলিশ আবুল বাশার, জাহিদ হাসান, শাহিন আলম ও ইব্রাহিম খলিল, মহিলা মেম্বার মেম্বার, কুলসুম বেগম, নাহিদা আক্তার রেখা ও পারুল খাতুন।
একপর্যায়ে চেয়ারম্যান কর্তৃক থানা পুলিশকে অবহিত করিলে আসামীরা গ্রাম পুলিশ ও মেম্বারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এইদিনই নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ঘটনার সুষ্ট বিচার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীসহ বেশ কয়েকজন মেম্বার সোমবার সন্ধ্যায় সংবাদকর্মীদের জানিয়েছেন।
মার্চ ২৭, ২০২৩ at ১৯:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/সুরা