প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন বলে মন্তব্য করেছেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। রোপা আউশ ধানের উৎপাদন ও আবাদ বৃদ্দির লক্ষ্যে কোটচাঁদপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা কৃষি অফিসার মো. মহাসিন আলী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
আরো পড়ুন :
> এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন
> নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন। উপজেলা সহকারি কৃষি অফিসার হুমায়ন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, ফারজেল হোসেন মন্ডল, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম প্রমূখ।
মার্চ ২৭, ২০২৩ at ১৯:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরাউ/সুরা