ঘোড়াঘাটে ৩ মসজিদের উন্নয়নে এমপি শিবলী সাদিকের অনুদান

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩টি মসজিদের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ।রবিবার দুপুর ১২টায় পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড ও জমিলাপুরের জনসভায় মসজিদ উন্নয়নের জন্য এ অনুদান দেওয়ার ঘোষনা দেন তিনি।পরে বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ চন্দ্র কুÐু শপিং কমপ্লেক্সে বাটা ফ্রেঞ্চাইজের শোরুমের ফিতা কেটে উদ্ধোধন করেন এমপি শিবলী সাদিক।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক পৌরসভার জমিলাপুর জামে মসজিদ ও রসুলপুর জামে মসজিদ এবং বাসস্ট্যান্ড জামে মসজিদের জন্য ১লক্ষ টাকা করে তিন মসজিদের জন্য ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন,মসজিদ-মাদ্রাসার সংস্কার ও নতুন মসজিদ নির্মাণের জন্য আমি সামর্থ অনুযায়ী অনুদান দিয়ে থাকি। যত দিন জীবিত থাকি, তত দিনই আপনাদের পাশে থেকে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করে যাব।

আরো পড়ুন :
> ঘোড়াঘাটে বাটা ফ্রেঞ্চাইজ উদ্বোধন করলেন শিবলী সাদিক
> শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

এ সময় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মো. ইউনুছ আলী মন্ডল,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসান কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. রাহাদ আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহম্মেদ, স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মার্চ ২৭, ২০২৩ at ১৭:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/সুরা