ঘোড়াঘাটে বাটা ফ্রেঞ্চাইজ উদ্বোধন করলেন শিবলী সাদিক

দিনাজপুরের ঘোড়াঘাটে বহুজাতিক জুতা প্রস্তুতকারী বিখ্যাত প্রতিষ্ঠান বাটা কোম্পানীর ডিলার পয়েন্ট ‘বাটা ফ্রেঞ্চাইজ’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার আজাদ মোড়ে অবস্থিত ডাঃ কমলেশ কুন্ডু শপিং কমপ্লেক্সে ফিতা কেটে বাটার নতুন এই শোরুমটির উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।

এমপি শিবলী সাদিক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ দেশ বঙ্গবন্ধু স্বাধিন করে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করছেন। দেশ এখন আগের থেকে অনেক উন্নত। তিনি সমাবেশে আসা নারীপুরুষদের কাছে নৌকায় ভোট চেয়ে দেশের চলমান অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা রাখার আহŸান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাট উপজেলায় সুনামধন্য প্রতিষ্ঠান বাটার এটিই প্রথম কোন ডিলার পয়েন্ট। সেখানে বাটা কোম্পানীর নারী, পুরুষ ও শিশুদের সব ধরণের জুতা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সত্তাধিকারী আব্দুস সালাম জনি। এদিকে ঘোড়াঘাট উপজেলায় এই প্রথম বাটার নতুন শাখা উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রা।

আরো পড়ুন :
> শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা
> হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট

প্রসঙ্গত, বাটার নতুন এই শোরুমটি ঘোড়াঘাট-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের আজাদমোড়ে ডাঃ কমলেশ কুন্ডু শপিং কমপ্লেক্সের নীচ তলার ৫৫ নাম্বার দোকানে উদ্বোধন করা হয়েছে।

মার্চ ২৭, ২০২৩ at ১৬:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউ/সুরা